বাংলাধারা প্রতিবেদন»
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার দেয়াল ট্রাকের ধাক্কায় ধসে পড়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘ব্যাংকের সীমানাপ্রাচীরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কা লেগে সীমানাপ্রাচীরটি ফুটপাতে ভেঙে পড়ে। ফুটপাতে থাকা দোকানদারদের মধ্যে ৬ জন আহত হয়েছেন।‘

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
তবে কোনো প্রাণহানি হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আহতদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/’এফএস













