২৩ অক্টোবর ২০২৫

বাংলাধারার প্রকাশনায় ‘হৃদয়ে অবিনশ্বর’ মহিউদ্দিন চৌধুরী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন তিনবার নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘চট্টলবীর : স্মৃতিতে ভাস্বর, হৃদয়ে অবিনশ্বর’ প্রকাশিত হয়েছে।

সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাধারা ডটকম’র উদ্যোগে এ বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, লেখক, সাহিত্যিক ও সাংবাদকর্মীদের কলমে সমৃদ্ধ হয়েছে এ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ।

এ বিশেষ সংখ্যা ‘চট্টলবীর : স্মৃতিতে ভাস্বর, হৃদয়ে অবিনশ্বর’ যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে তাঁরা হলেন— বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, সাবেক চবি উপচার্য শিক্ষাবিদ ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জ্যোষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক মোয়াজ্জেমুল হক, আজকের সূর্যোদয় পত্রিকার সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।

এছাড়াও বাংলাধারা ডটকম’র বিশেষ প্রতিবেদক মাকসুদ আহম্মদ, সিটিজি নিউজের যুগ্ম সম্পাদক জালালউদ্দীন সাগর, নাগরিক টিভির নিউজ ইনচার্জ এ কে আজাদ, সারাবাংলা ডটনেট’র বিশেষ প্রতিনিধি রমেন দাশগুপ্ত, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম’র সিনিয়র রিপোর্টার মিঠুন চৌধুরী, বাংলাধারা ডটকম’র সহ-সম্পাদক মুহাম্মদ আব্দুল আলী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুজিবসেনা চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও উদ্যোক্তা নার্গিজ আক্তার নিরা, সংবাদকর্মী তাসনীম হাসানের লেখায় ফুটে উঠেছে এ বীর মুক্তিযোদ্ধা জীবনগাঁথা।

ব্যবসায়ী সমাজের পক্ষ থেকেও মহিউদ্দিন চৌধুরী স্মরণে বিশেষ সময়ের কথা উঠে এসেছে। যা ছিল ব্যবসায়ীদের জন্য কল্যাণকর। ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিশেষ সংখ্যায় বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। চট্টগ্রামের উন্নয়নের কাণ্ডারী মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে স্মৃতির পাতায় কবি জিন্নাহ চৌধুরীর তিনটি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।

রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের বিভিন্ন সময় গণমাধ্যমকে নগর পিতা মহিউদ্দিন চৌধুরী স্মরণে দেয়া উক্তিগুলো তুলে ধরা হয়েছে এ প্রকাশনায়।

আরও পড়ুন