২৪ অক্টোবর ২০২৫

বাংলাধারার প্রতিবেদনের পর আবাসিক হোটেলে অভিযান, আটক ১০

চট্টগ্রাম রেলস্টেশন এলাকার দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্টেশন রোডের হোটেল তাজমহল ও ঢাকা হোটেলে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ সাদ্দাম (৩৪), মো. রাজীব (২৪), আব্দুর রহিম রানা (৩২), সোহাগ (৩৪), ইভা আক্তার (২৪), জান্নাতুল ফেরদৌস (২৫), প্রিয়া আক্তার (২৬), আসিফ আহমদ (২৬), হাবিবুর রহমান (৩৪) ও জেসমিন আক্তার (২৬)।

তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর অধ্যাদেশের ৭৬ ধারায় মামলা (নং-৫৩/২৫, তারিখ-২২/০২/২০২৫) দায়ের করে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং এ ধরনের কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান চলবে।

উল্লেখ্য যে, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাধারায় আবাসিক হোটেলের ছত্রছায়ায় চলতে থাকা দেহব্যাবসার রমরমা বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর থেকে পুলিশ প্রশাসন এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে অভিযান পরিচালনা শুরু করে।

 

আরও পড়ুন