বাংলাধারা প্রতিবেদন »
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় মুরাদ হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাগরকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার এবং সাধারণ মো. সেলিম হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক।

গেল মঙ্গলবার রাতে দু’পক্ষের সংঘর্ষে চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় কর্ণফুলী থানার পাশে মোহাম্মদ মুরাদ(২৪) নামের এক যুবক খুন হন। পরে বুধবার রাতে মুরাদের মা রাবেয়া বসরী বাদি হয়ে কর্ণফুলী থানায় সাইফুল ইসলাম সাগরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত বুধবার(১৯ মে) জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বাংলাধারায় ‘কর্ণফুলীতে থানার সামনে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের’ শিরোনামে একটি ভিডিও এবং এবং একটি পোর্টাল নিউজ প্রচার করা হয়। এর ফলে ঘটনাটি জনসম্মুখে আসে।
সাগরকে যুবলীগ থেকে বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার গণমাধ্যমকে বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সে মুরাদ হত্যাকাণ্ডে ১ নম্বর আসামি। এসব সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠনের ২২ ধারা মোতাবেক যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।
তবে এই ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আসামিদের দ্রুত গেপ্তারের দাবিতে শুক্রবার সকাল দশটায় কর্ণফুলী থানার সামনে এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার করা রয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













