বাংলাধারা প্রতিবেদন »
বাংলাধারায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম নগরীর দুই নারী চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৭। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাঁদার ১২শ’ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আসাদনগর আদম ভূঁইয়া বাড়ীর মৃত আবদুল মতিনের স্ত্রী মোছাম্মৎ জান্নাত (৫০) ও বায়েজিদের শেরশাহ বাংলাবাজার এলাকার মো. হায়দার আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪০)। এদের মধ্যে জান্নাত বেগম নিজেকে পুলিশের বউ পরিচয় দিতেন।

র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স সংলগ্ন এশিয়ান হাইওয়ে রোডে ফুটপাতে বসা হকার ও বিভিন্ন পরিবহনের কাছ থেকে স্থানীয় রাজনৈতিক ব্যক্তির নামে চাঁদা আদায় করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চাঁদা আদায় করার সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় ২ নারী সদস্যকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেন। তাদের তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ টাকা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
বায়েজিদ থানার ওসি কামারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত জান্নাত বেগমের স্বামী মৃত আব্দুল মতিন। তিনি ১০/১২ বছর আগে দুয়েকজন পুলিশ সদস্যের বাবুর্চি হিসাবে কাজ করেছে। সেই থেকে জান্নাত বেগম পুলিশের বৌ পরিচয় দিয়ে আসছেন। তিনি পুলিশ সদস্য ছিলেন না।

উল্লেখ্য, গত ১৩ জুন এই দুই নারীর চাঁদাবাজীর ভিডিও ফুটেজ প্রমাণসহ বাংলাধারায় একটি ভিডিও সংবাদ প্রচার করা হয়। এতে ওই দুই নারীর চাঁদাবাজীর চিত্রসহ প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলার ভিডিও চিত্রও দেখা যায়। যা পরে সাড়া ফেলে পুরো চট্টগ্রাম জুড়ে। তবে এর পাশাপাশি নানা মাধ্যমে হুমকি দেওয়া হয় ওই নিউজের সাথে যুক্ত বাংলাধারার সংবাদকর্মীদের।
বাংলাধারা/এফএস/এআর













