২৮ অক্টোবর ২০২৫

বাংলাধারা ঈদসংখ্যার মোড়ক উম্মোচন

বাংলাধারা ডেস্ক »

ঈদ মা‌নে আনন্দ, ঈদ মা‌নে খু‌শি। এই আনন্দ ও খু‌শি‌কে আরও র‌ঙিন করে রাঙা‌তে ঈদসংখ্যার জু‌ড়ি নেই। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলাধারা ডটকম এই প্রথম প্রকাশ করছে বর্ণিল ঈদসংখ্যা-২০২৩।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাধারা’র নিজস্ব কার্যালয়ে কেক কেটে ঈদসংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

সংখ্যাটিতে থাকবে পরিপূর্ণ ঈদের ছোঁয়া। আরও আছে গল্প, কবিতা, ভ্রমণ, তারকা কথন, ফ্যাশন, ছবিসহ অনেক কিছু।

প্রকাশক আবদুস সবুর লিটন এবং সম্পাদক ফেরদৌস শিপনের সম্পাদনায় অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত ৩৬ পৃষ্ঠার এই ম্যাগাজিনটি পাওয়া যাচ্ছে অভিজাত বইয়ের দোকান এবং আপনার নিকটস্থ পত্রিকার স্টলে।

এছাড়াও আপনার হাতের মুঠোয় থাকা সেল‌ফো‌নের স্ক্রিনেও দেখতে পারবেন বাংলাধারার এবারের আয়োজন। বাংলাধারা ডটকমের ওয়েবসাইট www.bangladhara.com এ গেলেই দেখা যাবে পুরো ম্যাগাজিনটি।

সম্পাদক ফেরদৌস শিপন বলেন, বিশেষ এই ঈদকে আরও আনন্দময় ও স্মরণীয় করে রাখতে এবারই ঈদসংখ্যার আয়োজন করেছে সরকার কর্তৃক নিবন্ধিত মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা ডটকম। পৃষ্ঠা সংখ্যায় নয়, বিষয়বৈচিত্র্যের দ্যুতিতে উদ্ভাসিত হয়ে প্রকাশিত হয়েছে এবারের ঈদসংখ্যা। এই আয়োজনে বাংলাধারা চেষ্টা করেছে অসাম্প্রদায়িক বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক চিত্র ফুটিয়ে তুলতে।

সংখ্যাটি পাঠকের প্রত্যাশা পূরণ করে আনন্দ ও ঐতিহ্যের ছোঁয়া থাকবে বলে মনে করছেন অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজন।

ঈদসংখ্যা-২০২৩ -এর পরিচালনা সম্পাদক ছিলেন- সাহেদুল ইসলাম জিল্লু, ফ্যাশন ডিরেকশন ও স্টাইলিংয়ে আলমগীর হোসেন আলো, আয়োজন সহযোগিতায় আব্দুল আলী, জিয়াউল হক ইমন, অনিক আখন্দ, শাহ আব্দুল্লাহ আল রাহাত, মুদ্রণ ব্যবস্থাপনায় আকাশ ইকবাল, বিজ্ঞাপন ব্যবস্থাপনায় আফসানা নুর নওশীন এবং গ্রাফিক্স করেছেন আনিস সুজন।

এছাড়া প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন- সম্পাদক ফেরদৌস শিপন, প্রচ্ছদ পোশাক ডিজাইনার- ছিলেন সারমিনা আক্তার লুবনা, প্রচ্ছদ মডেল- পলি চৌধুরী, আলোকচিত্রী- আশরাফুল ইসলাম, মেকআপ- ফাতেমা বিনতে ইয়াসমিন।

টাইটেল পোশাক স্পনসর জেন্টেল পার্ক।

আরও পড়ুন