২৩ অক্টোবর ২০২৫

বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১৬৭১ পরীক্ষার্থী, একজন বহিষ্কার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষায় ছিলো এক হাজার ৬৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়াও এদিন বহিষ্কার করা হয়েছে এক পরীক্ষার্থীকে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানান।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬৭১ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।

উল্লেখ্য, এবছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে উপস্থিত ছিলেন ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন