২৮ অক্টোবর ২০২৫

বাংলা সিনেমার মেগাস্টার নায়ক রাজ রাজ্জাক

বাংলাধারা প্রতিবেদক»

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক। জহির রায়হান এর অন্যবদ্য সৃষ্টি ছিলেন তিনি। বেহুলা (১৯৬৬) ছবির মাধ্যমে তৎকালিন সিনেমায় শক্ত অবস্থান তৈরি করেন। তবে সিনেমার অভিষেক হয় উর্দু ভাষায় চলচিত্র আখেরি স্টেশন (১৯৬৬) দিয়ে। আজ সেই কিংবদন্তীর চতুর্থ মৃত্যু বার্ষিকী।

শরণার্থী হয়ে এসে সময়ের পরিক্রমায় হয়ে উঠেন বাংলা সিনেমা প্রেমীদের কাছে রাজা। তিনি নায়ক হবার পাশাপাশি কাজ করেছেন ছবি প্রযোজনা এবং নির্দেশনায়। নায়ক রাজের প্রথম প্রযোজিত ‘রংবাজ’। ‘অনন্ত প্রেম’ ছবি দিয়ে অভিষেক হয় চলচিত্র নির্দেশনায়। ‘বাবা কেন চাকর’ (১৯৯৭) এর মত সিনেমায় পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছিলেন সমাজের বাস্তব চিত্র। তাঁর এই ছবির ১৯৯৮ পুননির্মাণ হয় কলকাতা সিনেমায়। সেই সময় ছবিটি কলকাতায় ব্লকবাস্টার হয়। সিনেমার নায়ক হওয়ার ইচ্ছা নিয়ে ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা করেন।

১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে রাজ্জাক ‘উজালা’ সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯০ সাল পর্যন্ত দাপটের সঙ্গে কাজ কাজ করে ঢালিউডে অর্জন করে নায়ক রাজ খেতাব।

রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘পিচ ঢালা পথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘জীবন থেকে নেয়া’, ‘কী যে করি’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন রাজ্জাক। নায়ক হিসেবে এ অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ছিল শফিকুর রহমান পরিচালিত ‘মালামতি’।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন