২৮ অক্টোবর ২০২৫

‘বাইফা অ্যাওয়ার্ড’ পেলেন চট্টগ্রামের মেয়ে সুমী কাসারী

বাংলাধারা প্রতিবেদক »

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো বাইফা পুরস্কার-২০২৩। গেল শুক্রবার (৪ মার্চ) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে দেশের অনেক নামি-দামি অভিনেতা-অভিনেত্রী ও গুণি শিল্পিদের সাথে চট্টগ্রামের মেয়ে শিল্পী সুমী কাসারীকেও পুরস্কারে ভূষিত করা হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী উপস্থিত থেকে শিল্পীদের মাঝে পুরস্কার তুলে দেন। শিল্পী সুমী কাসারী ছাড়াও বাইফা পুরষ্কার প্রাপ্তরা হলেন— চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি, অভিনেতা শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, কবি বকুলসহ আরও অনেকেই।

উদীয়মান কণ্ঠশিল্পী সুমি কাসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সুমী কাসারী বলেন, মূলত রবীন্দ্রসংগীত নিয়েই কাজ করছেন তিনি। ছোটবেলায় মায়ের হাত ধরেই রবীন্দ্রসংগীতের হাতেখড়ি। তারপর গানের স্কুলের চর্চা তাকে ধাবিত করেছে উন্নতির শিখরে।

তিনি জানান, তার ভাই তবলায় ছিলেন বেশ পারদর্শী এবং বাবা একজন সংগীত প্রেমী মানুষ। তিনি তার বাবার কাছথেকে ও শিখেছেন অনেক কিছুই। সংগীতের প্রতি তার পরিবারের অনুপ্রেরণা ছাড়া এই ভালোলাগা ও পারদর্শীতা কখনোই সফল হতো না। সেই প্রথম থেকেই মা-বাবা, ছোট ভাই এবং দাদা সুকান্ত কাসারী তার মনে গভীর ভাবে অনুপ্রেরণা জাগিয়েছে। ওনাদের অবদান অনস্বীকার্য।

এছাড়াও তিনি সাংবাদিকদের কাছে অদূর ভবিষ্যতে গানের অ্যালবাম বের করার ইচ্ছে পোষণ করেন এবং সেই সাথে সবার ভালোবাসা ও শুভ কামনায় প্রত্যাশী সুমী কাসারী। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত পরিচালকের দায়িত্বে নিয়জিত আছেন।

আরও পড়ুন