৫ নভেম্বর ২০২৫

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

বাংলাধারা ডেস্ক »

সিলেটের মোগলাবাজার থানার জালালপুরে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার আলী (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার আলীকে গ্রেপ্তার করে। আনোয়ার জালালপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সদস্য এবং এই ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশি বাকপ্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার আলীর বিরুদ্ধে মামলা করেন ওই নারীর মা। এই মামলার প্রেক্ষিতে আনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

সূত্র: সিলেট টুডে

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ