২৪ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় চোরা কারবারি সিন্ডিকেটের প্রধান হোতা আজগর গ্রেফতার 

চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে চোরা কারবারির অন্যতম মুল হোতা আজগর সহ তার ২ জন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২১ মার্চ) সকালে বাকলিয়ার রাঁজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. আজগর (৩২)এবং মো. ছোটন মিয়া চৌধুরী (২৮)।

গ্রেপ্তার দুইজন বাকলিয়া থানাধীন রাজাখালী রোড চাক্তাই এলাকার মৃত হাজী মোজাহের মিয়ার পুত্র।

উল্লেখ্য, এই উল্লেখ্য গত ১৫ বছর তার আপন ভাই আলমগীর ছিলেন ৩৫ নং বক্সিরহাট যুবলীগের সসস্ত্র ক্যাডার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দলের প্রভাব খাটিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ ও আছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ১০০ কোটি টাকা অবৈধ সম্পত্তি থাকার অভিযোগও দুদকে আছে।

এছাড়াও অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেল সহ, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বন ক্র‍য় বিক্র‍য়ের সাথে ও জড়িত এই আজগর।

আরও পড়ুন