৬ নভেম্বর ২০২৫

বাকলিয়ায় হিমাগারে আগুন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম  নগরীর বাকলিয়ায় একটি হিমাগারে (কোল্ড স্টোরেজ) বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার নগরের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। জনতা কোল্ড স্টোরেজ নামে একটি হিমায়িত শুটকির সংরক্ষণাগারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়।

বাকলিয়া থানার ওসি মো. আবদুর রহিম বলেন, শুটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। চারদিকে ধোঁয়া এবং দুর্গন্ধ ছড়িয়েছে। গন্ধযুক্ত ধোঁয়ার কারণে কাছে যাওয়া যাচ্ছে না।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ