বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মোহাম্মদ ইউসুফ নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে এক যুবক।
সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে বাকলিয়ার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কথাকাটাকাটির এক পর্যায়ে ওই যুবক নৈশ প্রহরীকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবক সোহেল প্রকাশ সোহাগকে আটক করে পুলিশের কাছে দেয়। পরে নিহতের ছেলে থানায় মামলাকরার পর সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, সোহাগ প্রায় সময় নেশাগ্রস্ত থাকে।












