বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানায় এলাকায় অভিযানে ৪টি ছোরা, ১টি লোহার কোরাবারী ও ৫টি লোহার রডসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার সময় এসআই কারিমুজ্জামানের নেতৃত্বে বাকলিয়া থানা পুলিশের একটি টিম মাস্টার কলোনী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রাজিব (১৮), মো. আক্তার (১৮), মো. সজিব (২০), মো. সাহাব উদ্দিন (১৯) ও মো. সোহেল (২০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













