বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি প্লাস্টিক ও মুড়ির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় প্লাস্টিক ও মুড়ির কারখানা লাগোয়া কয়েকটি বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার (২৩ অক্টোবর) ভোর ৪ টার দিকে নোমান কলেজের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমজি আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, আগুনের সংবাদ পেয়ে ভোর ৪ টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ৮টি ইউনিট। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি ও এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।













