২৬ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় ২৪ জুয়াড়ি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর সাবান কারখানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় হাজী কলোনির তিন নম্বর রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— মো.কামাল হোসেন (৪৭), মো.জাবেদ (৩০), মো.সাগর (২২), মো.জাহাঙ্গীর (২৩), মো.বাকের (৩৮), মো.ফরহাদ (২৬), মো.শরীফ (২৬), মো.জুয়েল (২০), মো.শাহ আলম (৫২), মো.ভাসানী (৩৪), মো.জাবেদ (২০), মো. রবিউল হাসান (৩৮), মো. জামাল (৩২), মো.ইব্রাহিম (২৩), মো. জাহাঙ্গীর (৩০), মো.শাকিল (২০), মো.খোকন মিয়া (৪৭), মো.রুবেল (২৬), মো.আরিফ (২০), মো. ইমন (২২), মো.ফারুক (৩৩), মো.টিপু সুলতান (২০), মো.আবু (২০) ও মো.ওসমান (২৫)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মিয়াখান নগরের একটি ঘরে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ ১৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন