২৪ অক্টোবর ২০২৫

বাকলিয়ায় ৫ জুয়াড়ি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়ন্দা (দক্ষিণ) পুলিশ। ​এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১ হাজার ৯২০ টাকা ও লোহার চারকি জব্দ করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো— নওগাঁ জেলার মান্দা থানার সীতরহাটের আহম্মদ আলীর ছেলে মো. আফজাল হোসেন (৩৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ছদুরা শরীফ এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. বশির মিয়া (৩৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খাঁন থানার বড় পাউলদিয়ার মো. আরিফ শেখের ছেলে সুজন শেখ (৩৫), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তাগাড়পাড়ের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শিহাব উদ্দীন (২৭) ও লক্ষীপুর জেলার রামগতি থানার মৃত আব্দুল মোনাফের চেলে মো, বাচ্চু আলম (৪০)।

মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের পরিদর্শক (নি.) রমিজ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে লোহার চরকি এবং নগদ ১ হাজার ৯২০ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

আরও পড়ুন