বাংলাধারা ডেস্ক »
বাকলিয়া সরকারি কলেজে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকালে কলেজের দক্ষিণ পাশে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর জসিম উদ্দিন খানসহ অতিথিরা।
এসময় অতিথিরা বলেন, রোটারি ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সমানভাবে সোচ্চার। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোটারি ক্লাবের সদস্যরা নানাভাবে জনসম্পৃক্ততা তৈরি করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট গর্ভনর ও পিপি রোটারিয়ান মোখলেসুর রহমান, পিপি রোটারিয়ান এস এ মজুমদার সোহেল, পিপি ওয়াহিদুজ্জামান চৌধুরী, পিপি রোটারিয়ান এস.এম সাইফুল কাদের, এডিশনাল ট্রেজেরার রোটারিয়ান মোহাম্মদ জাবেদুর রহিম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান বিশ্বজিৎ চৌধুরী সহ রোটার্যাক্ট ক্লাব প্রেসিডেন্ট রোটার্যাক্টর রায়হানুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট রোটার্যাক্টর মুজিবুল হক সহ অন্যান্যরা।
এ সময় কলেজ প্রাঙ্গণে প্রায় অর্ধশত বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।













