চট্টগ্রামের ফটিকছড়িতে আগুন লেগে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাগানবাজার ইউপির আঁধারবমানিক রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় মুদির দোকান,কুলিং কর্নার ও ফার্মেসিসহ ৪টি দোকান পুড়ে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুলিং কর্নারের মালিক রাব্বি বলেন,আমি যথারীতি রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। রাত আড়াইটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। ততক্ষণে এসে দোকানের কিছুই বের করা সম্ভব হয়নি। রামগড় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সময়মতো না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তো।
রামগড় ফায়ার সার্ভিস সূত্র বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।













