২৫ অক্টোবর ২০২৫

বাগেরহাটে ইয়াবা’সহ আটক-২

বাগেরহাটের হাড়িখালীতে অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগী আটক  করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নওশীন পূরবী ওরফে ডালিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫শ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়ার আলামপুর ইউপির শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তিতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এস’আই হানিফ এস’আই গৌতম এ এস’আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স’সহ অভিযানে অংশ নিয়ে পাঁচশত পিস ইয়াবা’সহ ডালিয়াকে আটক করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধিন রয়েছে।

আরও পড়ুন