১০ ডিসেম্বর ২০২৫

বাঙালি হিসেবে আমিও গর্বিত : অনিন্দ্য ব্যানার্জি

বাংলাধারা প্রতিবেদন »  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। ১৯৫২ সালে মায়ের ভাষা বাংলার জন্য তরুণরা প্রাণ দিয়েছেন এটা বিরল ঘটনা। বাঙালি হিসেবে আমিও গর্বিত। বাংলা আমারও মাতৃভাষা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৩ মিনিটে ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি সস্ত্রীক ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা জানেন। এ যুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছেন দেশের জন্য। আমি আগের দুই বছরও শহীদ মিনারে এসেছি। প্রচুর ভিড় দেখেছি। এবারও প্রচুর মানুষ।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে বাংলাভাষীরা এ দিবসটি উদযাপন করেন। দিল্লিতেও দুয়েক জায়গায় হয়। এ ছাড়া সারাবিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন