রাজস্থলী প্রতিনিধি »
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনায় সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ বিজয় র্যালি বাজার প্রদক্ষিণ করে বা.হা. শহীদ মিনারে পুস্প স্তবক করে শেষ করে। এরপর বাজার চত্বরে ইউনিয়ন কৃষক লীগের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া।
এছাড়া উপস্থিত ছিলেন হ্লাথোয়াই মারমাগঞ্জ, সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার,আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম, মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য পুলক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শিবু মল্লিক, নুর মোহাম্মদ সানা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নবনির্বাচিত ইউপি সদস্য কামাল হোসেন, আবদুল কাদের হাওলাদার, ডা. বিকে বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুইথুইমং মারমা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান হোসেন মুন্না, ফোরকান মাসুম সরদার, মাসুম তালুকদার,কাইয়ুম হোসেন মিরাজ সুজিত কর,বিকাশ বিশ্বাস প্রমুখ।













