২৪ অক্টোবর ২০২৫

বাড়ি নির্মাণে বাধা, রিকশাচালককে এলাকা ছাড়ার হুমকি

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক বিরোধের জেরে মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক রিকশাচালকের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জীবনের নিরাপত্তা চেয়ে নজরুল ইসলাম কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ১৩১। তিনি উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

জিডিতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন – মৃত আবদুল হাকিমের দুই ছেলে এম এম আক্তার (৫০), ফোরকান (৪৫) এবং খোরশেদের মেয়ে রুমি আক্তার (৩৫)।

জিডিতে উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে গত ২ মার্চ অভিযুক্তরা নজরুল ইসলামের বাড়ি নির্মাণকাজে বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। তারা আমার জায়গায় বাড়ি করতে দিচ্ছে না। তারা বলছে, জায়গা বিক্রি করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু তারা থানার বৈঠকেও আসেনি।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এআরই/বাংলাধারা

আরও পড়ুন