চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ি ফিরার পথে বাস চাপায় মোহাম্মদ রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাংলাপাড়া এলাকার সাইদুল হকের ছেলে।
রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বরকতউল্লাহ জানান, “খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছাই। লাশ বিনা ময়না তদন্ত আবেদন সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি থানায় জব্দ করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।”
এআরই/বাংলাধারা













