২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানের দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রাঙামাটির বিলাইছড়িতে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তার স্বার্থে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাতে সাড়ে আটটার দিকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসন।

তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

তিনি জানান, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার কারণে নিরাপত্তার স্বার্থে রুমা ও রোয়াংছড়ি দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রুমা ও রোয়াংছড়ি উপজেলা বাজার স্থানীয় ও ব্যবসায়ীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

তবে, কবে নাগাদ এই নির্দেশনা প্রত‍্যাহার করা হবে এ বিষয়ে এখনও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি।

নিষেধাজ্ঞার কারণে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণা’সহ দুই উপজেলার আশপাশের দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকেরা।

রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুন শিবলী বলেন, সম্প্রতি রুমা এলাকায় বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী বলেন, রোয়াংছড়ি উপজেলায়ও সোমবার থেকে পর্যটন কেন্দ্রসমূহে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য জেলার দুই উপজেলায় আগত পর্যটন কেন্দ্রসমূহে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরুৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন