২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানের বিশুদ্ধ পানির ফিল্টার ও ট্যাংক বিতরণ

বান্দরবান প্রতিনিধি »

“আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার ও পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময় বান্দরবান সদর উপজেলা টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ার চুং হোপ অফ চিলড্রেন হোম বিদ্যালয়ের দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনের লক্ষ্যে ১ হাজার লিটারের ২টা পানির ট্যাংক এবং ১টি বিশুদ্ধ পানির ফিল্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫০০ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সমাগ্রীসহ ৫০০ স্কুল ব্যাগ বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।

অনুষ্ঠানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উপদেষ্টা সামশুল ইসলাম, সভাপতি খলিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি নাজমুল হাসান ভুইয়া, সহ-সভাপতি মো। মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন