২৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে অনুদানের চেক পেলো বেসামরিক ৩৯ কর্মকর্তা-কর্মচারীর পরিবার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারীদের পরিবারের নিকট আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভা কক্ষে জেলা প্রশাসন আয়োজনে এসব চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৯ জন সদস্যর পরিবারের মাঝে সর্বমোট ২ কোটি ৯৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধাব অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সুযোগ পাচ্ছে দেশের মানুষ। তাই সবাইকে দেশের উন্নয়নে অংশ নেওয়ার পাশাপাশি নিজ নিজ পরিবারের সদস্যদের শিক্ষিত করে গড়ে তোলার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান বীর বাহাদুর।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন