২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে অভিযান চালিয়ে বিয়ারসহ আটক এক

বান্দরবান প্রতিনিধি «

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মোস্তফা কামাল (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করে।

রবিবার (১৪ আগস্ট) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃত টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের মোহাম্মদ হোসাইনের ছেলে।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টানটু সাহার নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ একটি টিম অভিযান চালায়। এ সময় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতলসহ তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন