২৮ অক্টোবর ২০২৫

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ৪ দোকান

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান সদর উপজেলায় ক্যামলং পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় ১নং কুহালং ইউনিয়নাধীন ৯নং ওয়ার্ডের ক্যমলং পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবান সদর উপজেলার ভোটের আমেজ জমে উঠেছে। ওই ইউনিয়নের অস্থায়ী কার্যালয় স্থানীয় ভোট ক্যাম্পিং গড়ে ওঠে। তাদের কার্যক্রম শেষে কার্যালয়টি বন্ধ করে দিয়ে যায়। হঠাৎ করে পাশে থাকা নুচমে মারমা মুদি দোকান থেকে বিদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটলে ছুটে আসে এলাকাবাসী।

পরে খবর ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনা মং এ সাই মার্মার ওষুধের দোকান, আদু মং মার্মার নুডলস ও নাশতার দোকান ও শংকর দাস মুদি দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে ছায় হয়ে গেছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, স্থানীয় মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে টিম নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। এরপর এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা ধারণা করছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানতে পারবো।

আরও পড়ুন