বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত আয়েশা বেগম (৬০), সে বান্দরবান পৌরসভা ৯নং ওয়ার্ডের কসাই পাড়া এলাকা বাসিন্দা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদর ৯নং ওয়ার্ডের কাশেম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইসমাইল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাসায় কেউ ছিল না। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে আগুনে সূত্রপাত হলে আয়েশা বেগম নামে এক মহিলার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত আয়েশা আক্তার জানান, আমি বাইরে ছিলাম। কিভাবে আগুন লেগেছে আমি জানি না। আমার ছোট একটি ঘর ছিল সেটি পুড়ে গেছে। সাথে আমার জমানো টাকাও পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব। আমার থাকা জায়গায় নাই।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘটনাটি ঘটলে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছায়। এসময় এলাবাসী সাহায্যে আগুন নিভাতে সক্ষম হলে পাশে কয়েকটি বসতঘর রেহাই পেয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের ঘটনা জানলে ক্ষতিগ্রস্ত আয়েশা বেগমের পাশে দাড়িয়েছে সেনাবাহিনী। বান্দরবান জোনের উপ- অধিনায়ক মেজর এসএম মাহদুল হাসান সোহাগ ও বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মেসবাহুল ইসলাম ফুয়াদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত আয়েশা বেগমকে ১৫ হাজার টাকা, ২টি কম্বল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহযোগওতা প্রদান করেন সেনাবাহিনী।













