৫ নভেম্বর ২০২৫

বান্দরবানে ইউপি নির্বাচন : বিজিবির গুলিতে নিহত ২

বাংলাধারা প্রতিবেদন »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ চালাকালে বর্ডার বিজিবি’র গুলিতে দুজন নিহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে ৮ নম্বর ওয়ার্ডের ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার আবু জাফর ছালেহ।

নিহতরা হলেন- মংচিং তঞ্চঙ্গ্যা (৪০) ও অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজমত আলী ও বাবুল কান্তি তঞ্চঙ্গ্যার সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত বিজিবি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মংচিং তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়। কক্সবাজার হাসপাতালে নেওয়ার পর মারা যান অংচামং তঞ্চঙ্গ্যা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। এ ঘটনায় নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় সোমবার (১৪ অক্টোবর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন, সোনাইছড়ি ও ঘুনধুম ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব এবং পুলিশ, আনসার বাহিনীসহ বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিল।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ