বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের বেপরোয়া ইজিবাইকের (টমটম) ধাক্কায় মো. মিনহাজ (৯) নামে নয় বছরের শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বান্দরবান পৌর শহর বালাঘাটা বাজারের যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মিনহাজ বান্দরবান সদর বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড এলাকার মো. তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানায়, বালাঘাটা যাত্রী ছাউনি এলাকার একটি মুদির দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে এসে টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) শিশু মিনহাজকে ধাক্কায় দিলে রাস্থায় পড়ে যায়। পরে টমটমের গাড়ির চাকা শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে পটিয়া থানা এলাকায় পৌঁছালে শিশু মিনহাজের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইজিবাইকে (টমটম) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।