৫ নভেম্বর ২০২৫

বান্দরবানে ইয়াবাসহ ৮ যুবক গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে মো. আক্তার হোসেন নামে এক মাদক মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ২-আর্মড পুলিশ। এসময় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১১ মার্চ) সকালে পৌরশহর বালাঘাটা বাজার এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়। আটক মো. আক্তার হোসেন বালাঘাটা এলাকায় মো. আবদুল খালেকের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক কাজে জড়িত ছিল।

আর্মড পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বালাঘাটা বাজারের মৌলভীবাড়ীর ফার্নিচারের গোডাউন ঘর থেকে ৩০০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল জব্দ করা হয়। এসময় মূল মাদক ব্যবসায়ী আক্তার হোসেনসহ আরও ৭ সদস্যকে আটক করা হয়।

২-এপিবিএন অতিরিক্ত ডিআইজি আলী আহমেদ খান বলেন, গ্রেফতার চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ