৩ নভেম্বর ২০২৫

বান্দরবানে ইয়াবাসহ দম্পতি আটক

বান্দরবান প্রতিনিধি»

বান্দরবানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহর মেম্বার পাড়া এলাকায় অরুন চৌধুরীর ভবনের সামনে তাদের আটক করা হয়।

আটককৃত দম্পতি- নয়ন চৌধুরী (৪৫) ও তার স্ত্রী বেবি চৌধুরী প্রকাশ ম্রামুয় চিং মার্মা(৩০)। তারা পৌর এলাকার মেম্বার পাড়া বাসিন্দা।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ। এপিবিএম অতিরিক্ত ডিআইজি আলী আহম্মেদ খানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এপিবিএম এসআই মোঃ মহিউদ্দিন আহমেদসহ তার সঙ্গীয় ফোর্স। অভিযানে পৌর শহর মেম্বার পাড়া এলাকায় অরুন চৌধুরীর ভবনের সামনে তল্লাসি চালিয়ে এক দম্পতি কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা হয় মাদক কাজে ব্যবহারকারী ৫টি মোবাইল। যা ইয়াবা বাজারের মূল্য দেড় লাখ টাকা। এছাড়াও এই দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাজা বিক্রি করে আসছিলো।

২ আর্মড পুলিশ অতিরিক্ত ডিআইজি আলী আহম্মেদ খান জানান, মাদক বিরোধী অভিযানে এক দম্পতিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের সদর থানায় প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এসইউ

আরও পড়ুন