বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়ালক ইউনিয়নে হলুদিয়া এলাকায় রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, শাহাব উদ্দিন (২১) ও আব্দুল মুমিন (২১)। তারা সাতকানিয়া উপজেলার দক্ষিন ডেমসা হাঙ্গাকুল গ্রামের বাসিন্দা।
আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় ২২০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ষাট হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশের এসআই বেলাল হোসেন, এএসআই আবদুল মান্নান, এএসআই দেলোয়ার হোসেন, নায়েক মাহবুব।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন, গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। জেলায় মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করবে।













