১২ নভেম্বর ২০২৫

বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে কেক কেটে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (৩ জুলাই) সকালে বান্দরবান শহরের কাজী ডাইন রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী।

এনটিভির জেলা প্রতিনিধি এনএ জাকিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধ বুদ্ধজ্যেতি চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে এনটিভির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ