বান্দরবান প্রতিনিধি »
‘শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যশস্য বাজারের দর উর্ধ্বগতির প্রবণতার রোধে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তাসহ বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে খোলা বাজারের চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালের বান্দরবান বাজারস্থল দূর্গামন্দির সড়কের জেলা প্রশাসন আয়োজনের এই কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
এসময় বান্দরবান উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এদিকে জেলা খাদ্যশস্য তথ্যমতে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সেপ্টেম্বর হতে নভেম্বর ও এপ্রিল হতে মার্চ ২০২৩ সালের পর্যন্ত মোট পাঁচ মাস পার্বত্য জেলার বান্দরবানের ২১ হাজার ৬৬৬ জন কার্ডাধারী মধ্যে ডিজিটাল ডাটাবেজে যাচাইকারী কার্ডধারী ১৫ টাকা দরের ৩০ কেজি চাল বিতরণ করা হবে। এছাড়াও টিসিবি কার্ডধারী মাসিক ১০ কেজি করে ২ বার ও উপজেলার পর্যায়ের ১০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৪ হাজার ভোক্তার ৩০ টাকা দরের ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. শেখ ছাদেক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম সহ সর্বসাধারণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।













