৩১ অক্টোবর ২০২৫

বান্দরবানে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বনের কাঠ জ্বালানোর দায়ে বিবিএম ব্রিকস নামে এক ইটভাটাকে দুই লাখ টাকা জমরিমানা করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী ঘুমধুম ইউনিয়নের কয়েকটি ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো. রেজা।

সহকারী কমিশনার ভূমি শামশুদ্দীন জানান, বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন গড়ে ওঠা কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। এসময় বনের কাঠ জ্বালানি হিসেবে পোড়ানোসহ বিভিন্ন অপরাধে বিবিএম ব্রিকসের ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন