৪ নভেম্বর ২০২৫

বান্দরবানে কিশোরী ধর্ষনের দায়ে রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানের ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মো. শফিক (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রবিবার (২৫ জুন ) রাতে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর কাইচতলি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোঃ শফিক কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি তিন সন্তানের পিতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ৫-৬ মাস আগে কাজের সন্ধানে কিশোরীটির বাড়িতে এসে আশ্রয় নেয় সেই যুবক। কয়েকমাস পর কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু যুবকের সম্পর্কে জানাজানি হলে প্রেমের অসম্মতি জানায় কিশোরী। সেই ক্ষোভে বাগানে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে স্থানীয়রা খবর পেয়ে যুবকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

বান্দরবান সদর থানার এস আই আমিনুর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ