বান্দরবান প্রতিনিধি »
কোভিড ১৯ থেকে সুরক্ষা পেতে বান্দরবান জেলায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীসহ টিকা আওতায় এসেছে। এতে সবাই নিচ্ছে গণটিকা। টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন বান্দরবান সদর হাসপাতালে। অনেকে নিবন্ধন করে আবার জন্ম নিবন্ধন নিয়ে জড়ো হয়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে প্রথম দিনেও শিক্ষার্থীদের টিকা নিতে আসা লাইন ছিল দীর্ঘ। রোদের মধ্যেও অপেক্ষায় টিকার প্রতীক্ষায়। আবার অনেকে টিকা নিতে আসছে প্রথম ডোজ আবার অনেকে ২য় ডোজ নিতে দীর্ঘলাইন।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ১১৩টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে আর গণটিকার প্রথমদিনে (শনিবার) ১ম ডোজ গ্রহণ করেছে ২৮ হাজার ৬৫৪জন। ২য় দিনেও টিকা কার্যক্রম শুরু করেছে।
কথা হয় রেড ক্রিসেট সদস্য জুবায়ের সাথে। তিনি জানান, সকাল থেকে প্রতিদিন দীর্ঘ লাইন উপেক্ষা করেও শিক্ষার্থীরা টিকা নিতে আসছে । প্রথম ডোজের জন্য শুধু জন্ম নিবন্ধন নিয়ে আসলে হবে। আর ২য় ডোজের জন্য প্রথম ডোজের কাগজ নিয়ে আসলে আমরা টিকা দিচ্ছি।
টিকা নিতে আসা শিক্ষার্থী সোহেল বলেন, সকালে থেকে প্রথম ডোজ টিকা নিতে আসছি। প্রায় দেড় ঘন্টার মত লাইনে দাঁড়িয়ে আছি। মানুষ এত ভীড় যে কাল পরশু এই রকম করতে করতে টিকা নিতে পারিনি। তবে টিকা দ্রুত করলে আমাদের জন্য ভালো হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী জানান, ১ম দিনে বান্দরবানে ১১৩টি কেন্দ্রে ৭০% টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তার মধ্যে ৬৫% অর্জিত হয়েছে আর বাদবাকী জনসাধারণকে উদ্ধুদ্ধ করে করোনার টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও গণটিকা আওয়াতায় এসেছে। এবং টিকা নিয়ে যাচ্ছে। পাহাড়ের এলাকাতেও টিকা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই উর্ধ্বতম কর্মকর্তা













