৩০ অক্টোবর ২০২৫

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান সদর হাসপাতালে গলায় ফাঁস দিয়ে বিউটি জলদাশ (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান শহরে সদর হাসপাতালে এ ঘটিনা ঘটে। নিহত বিউটি জলদাশ (২৪) বাজালিয়া পুরাণগর এলাকার মৃদুল জল দাশের মেয়ে।

ঘটনাটি ব্যাপারে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত তদন্ত ওসি কানন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহতের ছেলে রিটিক দাশ (১০) বলেন, মায়ের পাশে বসে ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার শেষ না হতে আমার মা একটা শাড়ি ছিড়ে বাথরুমে চলে যায়। পরে আমি খাওয়া দাওয়া শেষ করে প্লেট ধোয়ার জন্য বাথরুমে গেলে মাকে ডাক দিলে না শুনলে দরজা ঠেলে দেখি মা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এর আগে আমার মা রাত্রে বলেছিল আমি মরে যাব।

এদিকে সদর হাসপাতালে তথ্যে জানা গেছে, গতকাল দুপুর দিকে ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ভর্তি হয় বিউটি জলদাশ। রাতে ওষুধ দিয়ে সকালে ডাক্তার এসে রিপোর্ট দিয়েছিল স্বাভাবিক হয়েছে। দুপুরের পর এ দুর্ঘনা হয়।

মহিলা ওয়ার্ডের ১৬ নং বেডের পার্শ্ববর্তী আরেক রোগী মুইচিং মারমা (৬৫) বলেন, সকাল থেকে স্বাভাবিক অবস্থায় ছিল। দুপুরে নিজ সন্তান সাথে ভাত খাওয়ার পরে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর ছেলে কান্না করে বলে— মা গলা ফাঁসি দিয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার জিয়াউল হায়দার জানান, প্রায় দুপুর দিকে খবর পায় হাসপাতালে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে জেলা সিভিল সার্জন ও ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। পাশাপাশি সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন