২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে গলায় ফাঁস দিল রোহিঙ্গা যুবক!

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বান্দরবানের সদর উপজেলা গলায় ফাঁস দিয়ে আরমান উদ্দিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক ‘আত্মহত্যা’ করেছেন।

নিহত আরমান উদ্দিন সাতকানিয়া এলাকায় আকবর ছেলে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নে কাইচতলী এলাকায় এই ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানা উপ- পরিদর্শক আমিনুর ইসলাম।

পুলিশ ও ইউপি সদস্য জানান, দীর্ঘদিন ধরে এক নারীট সাথে প্রেম সম্পর্ক জড়িত ছিলেন তিনি। গোপনে সেই সেই নারীকে বিয়ে করেন সেই রোহিঙ্গা যুবক। পরে তার সাথে গোপনে মেয়েটি দেখা করতে যান। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটে। তবে খুন নাকি হত্যা সেটি এখনো খোলাশা হয়নি।

বান্দারবান সদর থানা উপ- পরিদর্শক আমিনুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে পর খুন নাকি হত্যা সেটি বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন