২৬ অক্টোবর ২০২৫

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে ইয়াছমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা ঘটনা ঘটেছে। গৃহবধূ ইয়াছমিন আক্তার একই এলাকার মো. নবী হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

৪ জুলাই (বৃহস্পতিবার) বিকালে গজালিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড দুর্গম এলাকা বাতেন টিলা পাড়ায় ঘটনাটি ঘটে।

আত্মহত্যা ঘটনাটি নিশ্চিত করেন গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছমিন শ্বশুর বাড়ির রান্না ঘরের আড়েঁর সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন লিয়ন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন