৪ নভেম্বর ২০২৫

বান্দরবানে গ্রেফতার ৯ জঙ্গি কারাগারে

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেনসহ ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারদের হাজির করা হলে আদালত জেলা হাজতে প্রেরণের নিদের্শ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক নুরুল হক।

বাকিরা হলো- আল আমিন সর্দার ওরফে আব্দুল্লাহ বাহাই (২৯), সাইনুন ওরফে হুজাইফা রায়হান (২১), তাহিয়াত চৌধুরী ওরফে পাবেল (১৯), লোকমান মিয়া (২৩), ইমরান হোসেন ওরফে শান্ত (৩৫), আমির হোসেন (২১), আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮), শামিম মিয়া ওরফে বাকলাই (২৪)।

পুলিশ জানায়, গতকাল ৯ জঙ্গিকে সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবান সদর থানায় মামলার করা হয়।

উল্লেখ্য, বান্দরবানের ভোর রাতে সদর উপজেলার টংকাবতী এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেনসহ ৯ জঙ্গিকে আটক করেছে র‍্যাব। এসময় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন