বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি ৪০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নে নান্নাকাটা এলাকার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই যুবক হলো- রামু উপজেলার রাজারকুল গ্রামের জহুর আলম ও মনির আহমেদ ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির। অভিযানে নান্নাকাটা সাকিন এলাকা থেকে মোবারক হোসেন (২০) ও সাইফুল ইসলামকে (১৬) আটক করা হয়। এসময় দুই যুবকের কাছ থেকে থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা জানান, অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজু করা হয়েছে।













