৬ নভেম্বর ২০২৫

বান্দরবানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে বাড়ি ফেরার পথে ট্রাকে ধাক্কায় আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের মেয়ে আয়শা নামের দুইজন নিহত হয়েছেন। আমেনা বেগম শহরে ইসলামিক সিনিয়র মাদ্রাসা বাবুর্চি পদে কর্মরত ছিলেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহর বালাঘাটা বড়ুয়া টেক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম পৌর শহরে থানছি ঘোনা ৩নং ওয়ার্ডের মো. জাহেদ ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আখতার জানান, প্রতিদিনের ন্যায় বিকালে মাদ্রাসা থেকে রান্নাবান্না শেষে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে টমটম করে নিজ বাড়িতে ফিরছিলেন। পরে টমটম থেকে নেমে রাস্তা পাড় করতে গেলে সজোরে একটি ট্রাক এসে মা ও মেয়েকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি (লট নং-৭২) আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়।

নিহত ছেলে শাহীন আলন বলেন, আমার মা ও ছোট বোনকে নিয়ে সকাল থেকে মাদ্রাসা কাজে ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকটি ধাক্কা দেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটি আসলে মা ও ছোট বোনের মৃত্যুর সংবাদ পাই। আমি আমার মা ও বোনের হত্যাকারীদের বিচার চাই।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক এসআই আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালর মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ