বান্দরবানের লামায় ট্রাক্টরের চাপায় পড়ে আব্দুল্লাহ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসলিম পাড়ার এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসলিম পাড়ার আবেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, রাস্তার পাশে কয়েকজন শিশু একসাথে খেলছিল। ওদিক দিয়ে পাহাড়ে উঠার সময় ট্রাক্টর আটকে যায়। পরে ট্রাক্টর চালক শিশুটিকে ধাক্কা দিতে বললে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আব্দুল্লাহ কে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর আব্দুল্লাহ মা জানায়, ট্রাক্টর ড্রাইভার মোঃ মহসিন একই এলাকার এসকান্দর মাষ্টারের ছেলে। সে প্রায়সময় শিশুদের দিয়ে তার ট্রাক্টর ধাক্কা দেয়ায়। তার অবহেলায় এই ঘটনা ঘটেছে।
আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি নাছির উদ্দিন বলেন, শোনার মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।













