বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের রাতের গভীরে তামাক কারবারি খোরশেদ আলম (১৯) নামে একজনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বত্তরা।
বৃহস্পতিবার রাতে কুহালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বাঘমারা পাড়ার এলাকা এই অপহরণের ঘটনা ঘটে। তবে তিনজনের অপহরণ ঘটনায় ২জনকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা। তিনি বলেন, ৭নং ওয়ার্ড থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যান দুর্বৃত্তরা। তারমধ্যে ২ জনকে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।
অপহৃত খেরশেদ আলম কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলি পাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, গতকাল রাতে কালো পোশাকে কয়েকজন ব্যক্তি বাঘমারা পাড়ার এলাকায় পৌছায়। পরে তামাক চুল্লী থেকে খোরশেদ আলম (১৯), মো. শফি (১৩) ও মংসা হ্লা মারমাকে (১২) অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তারা মো. শফি ও মংসাহ্লা মারমাসহ দুজনকে ছেড়ে দেয়। কিন্তু তামাক কারবারি খোরশেদ আলমকে ধরে নিয়ে যায়। এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, অপহরণ ব্যাপারে ইউপি সদস্য অবগত করেছেন । কেউ অভিযোগও করেনি। তারপরও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশের কর্মকর্তা।













