বান্দরবান প্রতিনিধি »
রুমায় উপজেলায় বাড়ি থেকে ডেকে নবনির্বাচিত ইউপি সদস্য মংসাচিং মারমা (৫০) সহ মংমং চিং মারমা (৩০) নামের আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায়নি।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রুমা উপজেলায় ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পানতলা পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহরণের বিষয়টি ব্যাপারে নিশ্চিত করেছেন গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো।
অপহৃত দুইজন হলেন— রুমা উপজেলায় গ্যালেঙ্যা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মংসাচিং মার্মা (৫০) এবং আরেকজন মংমং চিং মারমা (৩০)। তারা পানতলার পাড়া বাসিন্দা।
ওই এলাকার ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, পূর্ব থেকে সাবেক মেম্বার ও নবাগত ইউপি সদস্য সাথে জমির বিরোধ ছিল। এই ঘটনাটি জেরে দুপুরে সাবেক মেম্বার নবাগত মেম্বার বাড়িতে এসে দিন দুপুরে বাড়ি থেকে তাদের দুইজনকে ডেকে নিয়ে যায়। বিকালে পর্যন্ত তারা বাড়িতে না ফিরলে এলাকার তোলপাড় শুরু হয়।
তিনি আরো জানান, ওই এলাকার সাবেক ইউপি সদস্য তাদেরকে নিয়ে গেছে বলে তার সহধর্মিণী তাকে জানিয়েছেন। তবে এই পর্যন্ত তারা ফিরে আসেনি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জানান, অপহরণ ব্যাপারে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি করেছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।













