বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
এ উপলক্ষে শনিবার (২৮ মে) সকালে বান্দরবান সদর হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান সিভিল সার্জন ডা. নীহার রন্জন নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক।
আলচনা সভা শুরুতেই প্রধান অতিথিকে বরণ করেন বান্দরবান কর্মরত স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সদর হাসপাতালের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথিরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং রোগীদের মান উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনাবলি প্রদান করেন। পরে অতিথিরা বান্দরবান সদর হাসপাতালের সকল কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. মুহাম্মদ হাসান শাহারিয়ার কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।